Sayantika Banerjee: বিধানসভায় গিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করলেন সায়ন্তিকা
বরানগর উপনির্বাচনে জিতে বিধানসভায় গিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে গেলেন অরূপ চক্রবর্তীও। বিধানসভা ঘুরে দেখলেন যাদবপুর লোকসভার নবনির্বাচিত তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও।
এনডিএ-র সংসদীয় দলের বৈঠক সেরেই লালকৃষ্ণ আডবাণীর কাছে নরেন্দ্র মোদি। বিকেলে রাষ্ট্রপতিভবনে সরকার গঠনের দাবি নিয়ে যাওয়ার আগে আডবাণী-মোদি সাক্ষাৎ। প্রাক্তন উপ প্রধানমন্ত্রীর কাছে সরকার গঠনের আগে আশীর্বাদ চাইলেন মোদি। আডবাণীর সঙ্গে সাক্ষাতের পর মুরলি মনোহর জোশীর কাছে গেলেন নরেন্দ্র মোদি।
'২০২৪-এর লোকসভা নির্বাচন সব দিক থেকেই এনডিএ-র মহাবিজয়। কিন্তু দু'দিন এমনভাবে চলল যেন আমরা হেরে গেছি। এনডিএ সবথেকে মজবুত জোট সরকার। কিন্তু এর গায়ে কালি লাগানোর সবরকম চেষ্টা হয়েছে। দেশের মানুষ জানে আমরা হারিনি, হারব না।' প্রতিক্রিয়া মোদির...