BJP Candidate list: সারাজীবন কংগ্রেস ঘরানার সঙ্গে যুক্ত, কীভাবে কথা না বলেই বিজেপি প্রার্থী করে দিল জানি না, ক্ষোভপ্রকাশ শিখা মিত্রের
বিজেপির অস্বস্তি বাড়িয়ে প্রার্থী হতে আপত্তি শিখা মিত্রের (Sikha Mitra)। ‘আপত্তি সত্ত্বেও কথা না বলেই বিজেপির তালিকা প্রকাশ’, চৌরঙ্গীতে (Chowringhee) প্রার্থী ঘোষণার পরেই বিস্ফোরক সোমেন-পত্নী। প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্র বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু বিজেপির প্রার্থী তালিকায় তাঁর নাম থাকার পর তিনি জানিয়ে দিলেন, বিজেপির হয়ে তিনি লড়বেন না। চৌরঙ্গি আসন থেকে তাঁকে প্রার্থী করার ঘোষণা করেছে বিজেপি। এই তালিকা প্রকাশের পরই বিজেপির প্রার্থী হওয়ার ব্যাপারে আপত্তির কথা জানালেন শিখা মিত্র। রোহন বলেছেন, বাবাকে ছোট করে কিছু করব না। তিনি মৃত্যুকালে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। বাবাকে ছোট করে কিছু করব না। আমাদের পরিবার সোমেন মিত্রর পরিবার। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরই শিখা মিত্র আগেই জানিয়েছেন, আমি ভোটে দাঁড়াব না। অন্যদিকে, কাশীপুর-বেলগাছিয়ায় তৃণমূল বিধায়ক মালা সাহার স্বামী তরুণ সাহাকে বিজেপি প্রার্থী ঘোষণার পরেই বিতর্ক। তরুণ সাহা বলেছেন, তিনি বিজেপিতে যোগ দেননি।