Siliguri Drinking Water Problem: শিলিগুড়িতে পুরসভার পানীয় জলে দূষণ! কীভাবে? ABP Ananda Live

ABP Ananda Live: শিলিগুড়িতে (Siliguri) পুরসভার পানীয় জলে দূষণ! শিলিগুড়ি পুরসভার জল এখন খাবেন না, বললেন খোদ মেয়র। ২ জুন পর্যন্ত শিলিগুড়ি পুরসভার সরবরাহ করা জল খাবেন না, আবেদন মেয়রের। ১৫-১৬ দিন ধরে কেন বিষয়টি গোপন করে রেখেছিল শিলিগুড়ি পুরসভা? প্রশ্ন বিজেপি বিধায়কের।

দূষিত জল। সেই জলই পৌঁছে গিয়েছে শিলিগুড়ির বাড়িতে বাড়িতে । তা পানও করেছেন সাধারণ মানুষ। এক আধ দিন নয়, প্রায় ১৫ দিন। এবার সেই জল খেতেই বারণ করলেন খোদ শিলিগুড়ি পুরসভার মেয়র। এদিকে পরীক্ষার পর রিপোর্ট আসতেই প্রশ্ন উঠছে, তাহলে এতদিন কী জল খেলেন সাধারণ মানুষ? বুধবার সাংবাদিক বৈঠক করে পুরসভার জল না খেতে অনুরোধ করেন গৌতম দেব। শিলিগুড়ি পুরসভা সূত্রে খবর, তিস্তার জল পরিশোধনের পর তা পৌঁছে দেওয়া হত শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। গজলডোবায় ক্য়ানেলের কাজ হওয়ার জন্য় গত ১৫ দিন ধরে তিস্তার জলের বদলে মহানন্দার জল সরবারহ করা হচ্ছিল ঘরে ঘরে। সম্প্রতি শিলিগুড়ির জনস্বাস্থ কারিগরী  দফতর থেকে সেই জল কলকাতায় পাঠানো হয় পরীক্ষার জন্য়। আর তারপরই মঙ্গলবার রিপোর্টে দেখা যায় এই জল দূষিত। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola