Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের মুখে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী | ABP Ananda LIVE

WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের মুখে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 'করমণ্ডল (Coromandel Express Accident) বিপর্যয়ে আর্থিক সাহায্যের জন্য রাজ্য খরচ করছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা' । এবিষয়ে কেন্দ্রীয় শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি বিরোধী দলনেতার। অভিযোগ, বগটুইকাণ্ডেও (Bogtui) মিড ডে মিল (Mid day meal) বা পিএম পোষণ তহবিলের টাকা অবৈধভাবে খরচ করা হয়। 'এবার করমণ্ডল বিপর্যয়ে আর্থিক সাহায্যের জন্য রাজ্য নির্মাণ শ্রমিকদের জন্য বরাদ্দ কেন্দ্রীয় তহবিলের টাকা খরচ করেছে'। বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণে তৃণমূল কংগ্রেস (tmc)। 'করদাতাদের টাকাই কেন্দ্রের টাকা, শুভেন্দু অধিকারীর বাড়ির টাকা নয়'।ষ 'মানুষের কল্যাণে মানুষের কাছে টাকা যাচ্ছে, উনি কে এসব বলার ?'। 'মানুষ বিরোধী কথা বলছেন শুভেন্দু অধিকারী'। বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণে জয়প্রকাশ মজুমদার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola