Kolkata Brigade Rally: জোট নিয়ে কংগ্রেসকে কড়া বার্তা সিদ্দিকির, পাল্টা অধীর

Continues below advertisement

‘আমাদের পক্ষ থেকে দরজা খোলা আছে। সনিয়া গাঁধী চাইলেও বাংলার একজন ঢিলেমি দিচ্ছে। দু-একদিনের মধ্যে হয়তো সদিচ্ছা হবে।’ জোট নিয়ে কংগ্রেসকে বার্তা আব্বাস সিদ্দিকির।

‘বামেদের সঙ্গে সমঝোতা এখনও বাকি। তারপর তো বাকিদের সঙ্গে আলোচনা।’ কংগ্রেসকে আব্বাসের দেওয়া সময়সীমা প্রসঙ্গে প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। 

আজ ব্রিগেডের মঞ্চে কয়েক মুহূর্তের জন্য কাটল জোটের তাল। সমাবেশের মঞ্চে বক্তব্য রাখছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তখনই সভাস্থলে আসেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্লন্টের প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকি। উচ্ছ্বাসে ফেটে পড়েন ISF-এর সদস্যরা। বক্তব্য থামিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পোর্ডিয়াম থেকে সরে যেতে চান অধীর। যদিও, তারপর বামফ্রন্ট চেয়ারম্যানের কথায় বক্তব্য শেষ করেন অধীর চৌধুরী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram