Suvendu Adhikari: ১৩ হাজার বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে রাজ্য পুলিশ: শুভেন্দু অধিকারী। ABP Ananda Live

West Bengal News: 'ভোট পরবর্তী হিংসায় ৬১টি এফআইআর সিবিআই (CBI) করেছে', '১৫টি রাজ্যে ভোট হয়েছে, বাংলার মতো কোথাও হিংসা হয়নি', 'পঞ্চায়েত ভোটে আদালতের নির্দেশে ৮২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল', 'বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে, ৫৫ জন খুন হয়েছে', 'বহু পঞ্চায়েতে ভোটই দিতে পারেননি ভোটাররা', 'তৃণমূল দুর্নীতি ছাড়া কিছু করেনি'। 'অবাধ শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা করুন', 'বাংলার ভোটে পুলিশ প্রধান প্রতিপক্ষ', নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাত করে দাবি শুভেন্দু অধিকারীর। পুলিশের উচ্চপদস্থ কর্তাদের নিয়ন্ত্রণ করতে আর্জি, 'এর আগে সন্দেশখালিতে ইডি আক্রান্ত হয়েছে, আদালত হস্তক্ষেপ করেছে', 'এনআইএ-র উপর হামলা হয়েছে, নির্বাচন কমিশন পদক্ষেপ করুক', ভোট শেষের পরের ৩ মাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি, '১৩ হাজার বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে রাজ্য পুলিশ', পুলিশ সংযত না হলে প্রয়োজনীয় পদক্ষেপ করব, হুঁশিয়ারি শুভেন্দুর, 'এনআইএ-র উপর হামলার ঘটনার তদন্তভার অন্য কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়া হোক', সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola