Mamata Banerjee: বাঁকুড়ার সভা থেকে কী বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? ABP Ananda Live
West Bengal News: 'বাঁকুড়া, বিষ্ণুপুরের সাংসদরা কিছু করেছেন?''নিজের কাজ নিয়ে ব্যস্ত, এঁরা মানুষের কাজে ব্যস্ত নয়', 'ছবি প্রকাশ্যে আনলে বুঝবেন, বিষ্ণুপুরের সাংসদ কত আদর্শবান'নাম না করে সৌমিত্র খাঁকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের, 'কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে না', '৬ লক্ষ কোটি টাকার বেশি রাজ্য থেকে তুলে নিয়ে গেছে', 'প্রধানমন্ত্রী জলপাইগুড়ির দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য়ের কথা বললেন না', 'আমি মধ্যরাতে ছুটে গিয়েছি, পাশে দাঁড়িয়েছি', '৫ হাজার বাড়ি দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি', 'নির্বাচন কমিশন বিজেপির জন্য অনুমতি দিচ্ছে না', 'প্রধানমন্ত্রী বললেন, ৪ জুনের পর সবাইকে জেলে ভরবেন', 'একথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়?','এখনই তো গোটা দেশকে এজেন্সি দিয়ে জেল বানিয়ে রেখেছেন', 'আমরা আপনার হুমকিকে ভয় পাই না','আমাদের কর্মীদের গ্রেফতার করলে তাঁদের স্ত্রীরা রাস্তায় নামবেন','পুলিশকে না জানিয়ে মাঝরাতে গিয়ে মহিলাদের উপর অত্যাচার করেছে এনআইএ','আপনার দলকে চাঙ্গা করার জন্য হুঙ্কার দিচ্ছেন', 'ভোটের পর রাজ্যে আমাদের সরকার থাকবে','আমিও তো বলতে পারি, আপনাদের সবাইকে জেলে পাঠাব','কিন্তু আমি একথা বলতে পারি না', বাঁকুড়ার সভা থেকে বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee)?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।