Suvendu Adhikari: বাম-তৃণমূল-কংগ্রেসকে একযোগে নিশানা শুভেন্দুর । ABP Ananda Live
বাম-তৃণমূল-কংগ্রেসকে একযোগে নিশানা শুভেন্দুর। 'নরেন্দ্র মোদি সরে গেলে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে একটাও তদন্ত করতে দেবে? এখানে কর্মীরা মারা যাচ্ছে, আর ওরা পাটনায় বসে বিরিয়ানি-কফি খাচ্ছে। কংগ্রেস-সিপিএম হচ্ছে সেটিং। ২০১১ থেকে ২০১৬ বাংলায় বিরোধী দলনেতা ছিলেন সিপিএমের'