Tarokar Chokhe Taroka Kendra: উত্তর কলকাতার আম-জনতা কী বলছেন লোকসভা নির্বাচনের আগে ?
ABP Ananda LIVE: উত্তর কলকাতার আম-জনতা কী বলছেন লোকসভা নির্বাচনের(Lok Sabha Eelection) আগে ? কী বলছেন ভোট প্রার্থীরা? ঘুরে দেখলেন সপ্তর্ষি মৌলিক। আরও খবর, বাংলাদেশে (Bangladesh) ঢুকে গিয়েছে রেমাল (Remal Update)। ক্রমেই দুর্বল হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। ফ্রেজারগঞ্জে সকালে শুরু তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। কলকাতায় (Kolkata) বৃষ্টি হল ১৪৪ মিলিমিটার। রেমাল বিপর্যয়ের প্রভাব ট্রেন চলাচলে (Train Service)। শিয়ালদা দক্ষিণ শাখায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু। ট্রেন বন্ধ হাসনাবাদ শাখায়। রেমালের জেরে প্রবল বৃষ্টি, পার্ক স্ট্রিট-এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে জল। মেট্রো পরিষেবা (Metro Service) ব্যাহত। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক, নিউ গড়িয়া থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করছে।ঘূর্ণিঝড় রেমাল এবং টানা বর্ষণের জেরে ব্যাহত হাওড়া স্টেশনের দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল। রেল সূত্রে খবর টিকিয়াপাড়া রেল ইয়ার্ডে লাইনে জল জমে যাওয়ার কারণে এই বিপত্তি। এখনো পর্যন্ত হাওড়া পাঁশকুড়া , হাওড়া মেছেদা আপ এবং ডাউনের ছটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত হাওড়া দিঘা আপ এবং ডাউন তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়া কোন দূরপাল্লার ট্রেন বাতিল হয়নি। দক্ষিণ পূর্ব রেল সুত্রে খবর তারা পাম্প চালিয়ে রেললাইন থেকে জল নামানোর চেষ্টা করছে।