Tathagata Roy on BJP: তারকাদের প্রার্থী করা নিয়ে বিস্ফোরক তথাগত, 'কর্মীদের পাশে আছি', বার্তা দিলীপ-রাহুলের
বিধানসভা নির্বাচনে তারকাদের বিজেপির (BJP) প্রার্থী করা নিয়ে বিস্ফোরক মন্তব্য তথাগত রায়ের (Tathagata Roy)। ট্যুইট করে দলীয় নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। লেখেন, "এইসব তারকাদের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এই মহিলারা রাজনৈতিকভাবে সম্পূর্ণ বুদ্ধিহীন। এঁরা মদন মিত্রের সঙ্গে স্টিমারে চেপে প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন। প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন নির্বাচনের মাত্র একমাস আগে। এঁরা প্রত্যেকেই নির্বাচনে হেরে ভূত হয়েছেন। কিন্তু এই মহিলাদের কী গুণ আছে? এঁদের কে আর কেনই বা টিকিট দেওয়া হয়েছিল? কৈলাস, শিবপ্রকাশ, দিলীপ, অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কী? বিজেপির টিকিট পেলে নির্বাচনের কাজের জন্য যথেষ্ট অর্থও পাওয়া যায়। এর কি অন্য কোনও উদ্দেশ্য আছে তাহলে?" তিনি এই প্রার্থীদের 'নগরীর নটী' বলেও সম্বোধন করেন।
এই নিয়ে বিজেপি (BJP) নেতা রাহুল সিন্হা (Rahul Sinha) বলেন, "এখন কর্মীদের পাশে দাঁড়ানোর দরকার। কর্মীদের উদ্ধার করা দরকার। এটাই প্রথম কাজ। পরে হারার বিভিন্ন কারণের ময়নাতদন্ত করা যাবে।" এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "পালিয়ে যাওয়ার রাজনীতি কোনওদিন করিনি। আমরা লড়াই করেছি। এটা অসম যুদ্ধ। আজ পর্যন্ত রেকর্ড সিট আমরা জিতেছি। যেটা কেউ কল্পনা করেননি। আমরা এখনও লড়াই করছি। যে কর্মীরা হাতে প্রাণ নিয়ে লড়াই করছেন আমরা তাঁদের সঙ্গে আছি। আগামী দিনেও লড়ব। আজ নয়তো কাল বাংলায় পরিবর্তন হবে বিজেপির হাত ধরে।"