Panchayat Election : ভোট-সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে আজ ফের রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব
Panchayat Election 2023: ভোট-সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে আজ ফের রাজভবনে (Raj Bhawan) রাজ্য নির্বাচন কমিশনারকে (State Election Commissioner) তলব। এর আগে ব্যস্ততার কারণ দেখিয়ে রাজভবনে যাননি রাজীব সিন্হা (Rajib Sinha)। সূত্রের খবর, কমিশনারের গরহাজিরায় ক্ষুব্ধ রাজভবন। জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যানের পরে কমিশনের ভূমিকার কড়া সমালোচনায় সি ভি আনন্দ বোস। প্রতিটি রক্তবিন্দুর হিসেব দিতে হবে বলে রাজ্য নির্বাচন কমিশনকে। আক্রমণ করেন রাজ্যপাল (Governor)।