Lok Sabha Election 2024: ‘খারাপ হোমওয়ার্ক করছেন উনি', কাকে কটাক্ষ করলেন মহুয়া? ABP Ananda Live
Continues below advertisement
Mahua Moitra: ফের ইডির (Enforcement Directorate) তলবে গরহাজির, নদিয়ায় প্রচারে ব্যস্ত মহুয়া (Mahua Moitra)। বিজেপি প্রার্থীর সঙ্গে মোদির (PM Narendra Modi) কথায় কৃষ্ণচন্দ্র রায়ের প্রশংসা। রামমোহন রায়ের সঙ্গে গুলোচ্ছেন, কটাক্ষ মহুয়ার। সত্যি কি, সেটাই জানেন না, পাল্টা অমৃতা। নিজের এক্স হ্যান্ডেলে ওই অডিয়ো বার্তার কিছুটা অংশ শেয়ার করে মহুয়া বলেন, ‘মহারাজ কৃষ্ণচন্দ্রের সমাজ সংস্কারের কথা আমাদের শেখানো হতো। উনি বোধহয় রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলছেন।’ এরপরেই মহুয়ার খোঁচা, ‘খারাপ হোমওয়ার্ক করছেন উনি।’ ABP Ananda Live
Continues below advertisement