WB Election 2021: প্রার্থী তালিকায় থাকতে পারে ৪০ নতুন মুখ, তৃণমূলের সম্ভাব্য 'চমক' নিয়ে জল্পনা

Continues below advertisement

আজ কালীঘাটে তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক।  সূত্রের খবর, ইতিমধ্যেই ২৯৪ কেন্দ্রের দলের প্রার্থী তালিকা তৈরি। এই প্রার্থী তালিকা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, প্রায় ৪০ জন নতুন মুখ তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারে। পাশাপাশি, তৃণমূলের প্রার্থী তালিকায় সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের দেখা যাবে বলেও সূত্রের খবর। শুক্রবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। ওইদিন থেকেই চালু হয়েছে আদর্শ আচরণবিধি। আর সেদিনই ১২ জনের নির্বাচন কমিটি গঠন করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কমিটিতে আছেন সুব্রত বক্সি (Subrata Bakshi), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সৌগত রায় (Saugata Roy) প্রমুখ। আজ বেলা সাড়ে ১২টা নাগাদ শুরু হয় বৈঠক। তার আগে, নির্বাচনী কমিটির ১২ জন সদস্য একে একে এসে উপস্থিত হন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন ওই বৈঠকে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram