Durgapur: BJP-র পরিবর্তন যাত্রা, কালী মন্দিরের জল নিয়ে এলাকা 'শুদ্ধ' করল TMC

Continues below advertisement

বিজেপির পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করে তৃণমূলের (Trinamool) এলাকা শুদ্ধকরণ কর্মসূচি। শনিবার দুর্গাপুর (Durgapur) পূর্ব বিধানসভা দিয়ে যায় বিজেপির (BJP) পরিবর্তন যাত্রার কনভয়। রবিবার ওই এলাকায় কালী মন্দিরের জল নিয়ে এলাকা শুদ্ধকরণে নামল তৃণমূল। তাঁদের বক্তব্য, পরিবর্তন যাত্রার নামে তাঁদের এলাকা ও রাস্তা কলুষিত করেছে বিজেপি। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা শুদ্ধকরণে নামেন এলাকার তৃণমূল (TMC) নেত্রী তথা বোরো চেয়ারম্যান রিনা চৌধুরি (Rina Chowdhury)। প্রথমে আম্রপল্লব দিয়ে ও পরে ট্যাঙ্কারে করে রাস্তায় মন্দিরের জল ছেটানো হয়, ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয় এলাকা। রিনা চৌধুরি বলেন,  "রথযাত্রার নাম করে বিজেপি তাঁদের এলাকায় অশুভ শক্তির বাতাবরণ তৈরি করেছে। তাই ঝাড়ু মেরে গঙ্গাজল দিয়ে অশুভ শক্তি দূর করা হল।" এই কর্মসূচিকে কটাক্ষ জেলা বিজেপির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram