Pamela Goswami: এবার পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ তুললেন পামেলা

Continues below advertisement

পার্লারের চাবি মিলল। চলল পুলিশের তল্লাশি। কিন্তু বিতর্ক থামল না। রবিবারও ষড়যন্ত্রের অভিযোগ তুললেন মাদককাণ্ডে ধৃত বিজেপির (BJP) যুবনেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami)। মাদক সরবরাহের অভিযোগে শুক্রবার নিউ আলিপুরে গ্রেফতার হন রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক পামেলা গোস্বামী। গ্রেফতার হন তাঁর সঙ্গী প্রবীর কুমার দে ও তাঁদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। পুলিশ সূত্রে দাবি, ওইদিন সন্ধ্যায় নিউটাউনে পামেলার বিউটি পার্লারে তালা দিয়ে চলে গিয়েছিলেন এক কর্মী। শনিবার দিনভর তন্নতন্ন করে খুঁজেও চাবির হদিশ মেলেনি। অবশেষে রাত দুটো নাগাদ হদিশ মেলে পার্লারের চাবির। এরপরই রবিবার ধৃত তিনজন ও পার্লারের এক কর্মীকে নিয়ে নিউটাউনে শপিং মলে যান তদন্তকারীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram