Panchayat Election : ভাঙড়ে তৃণমূল কর্মীকে 'পিটিয়ে খুন', অভিযোগের তির ISF-এর দিকে
ভয়ের ভাঙড়ে (Bhangar) ভোটের বলি আরও এক। কাঁঠালিয়ায় তৃণমূল (TMC)কর্মীকে পিটিয়ে খুন। অভিযোগের তির আইএসএফের (ISF) দিকে। নিহতের নাম শেখ মোসলেম। পরিবারের অভিযোগ, ভোটের আগের দিন, ৭ জুলাই রাতে তৃণমূল কর্মীকে রাস্তায় আটকে লাঠিসোঁটা, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তারপর তাকে ভর্তি করা হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। আজ সকালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হল। হামলা-যোগ অস্বীকার আইএসএফের।
Tags :
Panchayat Elections 2023 BHANGAR WB Panchayat Poll 2023 West Bengal Panchayat Elections 2023 Panchayat Election Result