BJP: বিজেপির জয়ী প্রার্থীদের টাকার বিনিময়ে তৃণমূলে যোগদান করানোর জন্য চাপ দিচ্ছেন খোদ বিজেপির জেলা সভাপতি
Continues below advertisement
বিজেপির (BJP) জয়ী প্রার্থীদের টাকার বিনিময়ে তৃণমূলে (TMC) যোগদান করানোর জন্য চাপ দিচ্ছেন খোদ বিজেপির জেলা সভাপতি। যার কারণে আত্মগোপন করেছেন পাঁশকুড়ার কেশাপাট ও মাইশোরা গ্রাম পঞ্চায়েতের প্রায় ২২ জন বিজেপি পঞ্চায়েত সদস্য। এমনই অভিযোগ উঠেছে বিজেপির জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় ও জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিকের বিরুদ্ধে। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই তৃণমূলে যোগ দেওয়ানোর জন্য মোটা অঙ্কের প্রলোভন দেখিয়ে প্রস্তাব দেওয়া হচ্ছে। বিজেপি নেতা জগদীশ প্রামাণিক মুখে কুলুপ এঁটেছেন। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপি জেলা সভাপতি। তৃণমূলের দাবি, এটা বিজেপির আদি-নব্যের কোন্দল।
Continues below advertisement