TOP STORY : বাংলায় তৃণমূলকে উৎখাতের ডাক, রাজনাথের মুখে সৌরভ, সঙ্গে অন্য খবর
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে বসে চক্রান্ত করছেন। রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে কেন নোটিস? নির্বাচন কমিশনের কাজে কেন হস্তক্ষেপ? কেন সরানো হল তাঁর চিফ সিকিওরিটি অফিসারকে? মেজিয়ার সভায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যসচিব, পর্যবেক্ষকের রিপোর্টের ভিত্তিতে অপসারিত বিবেক সহায় (Vivek Sahay)। মুখ্যমন্ত্রীর আক্রমণের কড়া জবাব উপনির্বাচন কমিশনারের। রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ খারিজ। এক্তিয়ার নিয়ে পাল্টা প্রশ্ন তৃণমূলের (TMC)। শোভন-বৈশাখীর বিজেপি (BJP) ত্যাগের পর এবার কি পদ্ম-পথে দেবশ্রী? আজ বিকেলে তৃণমূলের ইস্তেহার প্রকাশ। বাংলায় তৃণমূলকে উৎখাতের ডাক রাজনাথের। ভোটের আগেই ভোট শুরু। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে পোস্টাল ব্যালটে ৮০-ঊর্ধ্বদের ভোট। ভোটে রাজ্যের সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে থাকছে প্রায় ১০০০ বাহিনী। ভোটের মুখে কলকাতায় বোমাবাজি। মেট্রো ডেয়ারি মামলায় স্বরাষ্ট্রসচিব, কৃষি বিপণন সচিবকে ইডির (ED) তলব। হস্তান্তর সংক্রান্ত তথ্য জানতে নোটিস। হারের ভয়ে অমিত শাহের (Amit Shah) চক্রান্ত, আক্রমণে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কয়লা পাচারকাণ্ডে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের (Vinay Mishra) ভাই গ্রেফতার। এখনও ফেরার বিনয়। ফোনে টাওয়ারের সুত্র ধরে দিল্লি থেকে গ্রেফতার বিকাশ (Vikash Mishra)।