Top Story : প্রচার ‘খেলা’য় চড়ছে পারদ, আজ রাজ্যে মোদি, দেখুন ফটাফট

Continues below advertisement

প্রার্থীতালিকা নিয়ে বিজেপির (BJP) অন্দরে ক্ষোভ অব্যহত। কান্দিতে পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, জগদ্দলে ভেঙে ফেলা হল পার্টি অফিস। বিজেপির অন্দরে তৈরি হওয়া অসন্তোষের প্রসঙ্গ তুলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, ‘যারা নিজেদের দলের শান্তি বজায় রাখতে পারে না তারা বাংলার শান্তি কী করে প্রতিষ্ঠা করবে। এটা হাস্যকর।’ প্রার্থী নিয়ে ক্ষোভ প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘যাদের জেতার সম্ভাবনা বেশি তাদের প্রার্থী করেছে দল, আমাদের উচিত তাদের জিততে সাহায্য করা।’ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘বিজেপির পুরনো লোকেরা ঘরে বসে কাঁদছে।’ পূর্ব মেদিনীপুরে মমতার বক্তব্যের উত্তরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘দিদির একটাই অ্যাজেন্ডা, কুছ কুছ কা সাথ, ভতিজাকা বিকাশ।’ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস, পাল্টা নালিশ বিজেপিরও। ভোটবাক্স পাহারা দিয়ে ভোটে জেতার বার্তা মমতার। দলের অন্দরে বিক্ষোভের জেরে ৪টি কেন্দ্রের প্রার্থী বাতিল করল তৃণমূল (TMC)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram