Lok Sabha Election 2024: বড়মার ঘর নিয়ে ঠাকুরবাড়িতে চরমে কোন্দল, কার কী দাবি? ABP Ananda Live

Continues below advertisement

মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপানি দেবীর ঘর কার দখলে থাকবে? এই নিয়ে লোকসভা ভোটের আগে কোন্দলে জড়ালেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বড়মা বীণাপাণি দেবীর ঘরের তালা ভাঙা এবং সশস্ত্র দুষ্কৃতী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়িতে ঢুকে মারধর, ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। বিজেপি প্রার্থী ও তাঁর বাবা প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ-সহ ১৪ জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। রাতে ঠাকুরবাড়িতে যান বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। মমতাবালার বিরুদ্ধে পাল্টা ঘর দখলের অভিযোগ তুলেছেন শান্তনু ঠাকুর। হেরিটেজ ঘোষণার দাবিতে রাতে বড়মা-র ঘরে তালা লাগিয়ে দেন শান্তনুর অনুগামীরা। 

এর সঙ্গেই সিএএ-এনআরসি নিয়ে হুমকি দিয়ে তাঁকে চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ শান্তনু ঠাকুরের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram