Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নে অবাধ সন্ত্রাস, রাজ্য নির্বাচন কমিশনারকে দিল্লিতে তলবের সিদ্ধান্ত
Continues below advertisement
পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) মনোনয়নে (Nomination) অবাধ সন্ত্রাস। রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) রাজীব সিন্হাকে দিল্লিতে তলব করা হবে, জানালেন এসসি কমিশনের চেয়ারম্যান। বাংলায় (West Bengal) ২২ শতাংশ তফশিলি জাতির মানুষ রয়েছেন, মনোনয়নের সময় তাঁদের বেশিরভাগই আক্রান্ত, দাবি এসসি কমিশনের চেয়ারম্যান। 'রাজ্য নির্বাচন কমিশন সন্ত্রাস বন্ধ না করতে পারলে নির্বাচন স্থগিত রাখা উচিত', দাবি এসসি কমিশনের চেয়ারম্যানের। 'তফশিলি সম্প্রদায়ভুক্ত বেশিরভাগ মানুষ আক্রান্ত, আমরা মুখ বন্ধ করে বসে থাকব না', 'সোনামুখী ও ইন্দাসের বিধায়ক আক্রান্ত, দুজন বিধায়ক তফশিলি সম্প্রদায়ভুক্ত', জানালেন এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার।
Continues below advertisement
Tags :
West Bengal Politics Congress TMC BJP CPIM WB Panchayat Election 2023 Panchayat Election In Bengal Bengal Panchayat Election Bengal Panchayat Election 2023