Panchayat Election : এখনও বহু বুথে নেই কেন্দ্রীয় বাহিনী, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভোটকর্মীরা
WB Panchayat Election : ভোটের বাকি আর ঠিক ১২ ঘণ্টা, কিন্তু বহু বুথে নেই কেন্দ্রীয় বাহিনী! রাত পোহালেই ভোট, এখনও আসেনি ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! ৪৮৫ কোম্পানির মধ্যে এখনও ২২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর অপেক্ষা! ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে এখনও ২০০ কোম্পানির অপেক্ষা! ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে এখনও আসেনি ২৬৩ কোম্পানি! ১ থেকে ২টি বুথে মোতায়েন থাকবে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ৩ থেকে ৪টি বুথ আছে এমন জায়গায় মোতায়েন থাকবে ৮ জন জওয়ান। ৫ থেকে ৬টি বুথ আছে এমন জায়গায় থাকবে ১২ জন জওয়ান। ৭ এবং ৭-এর অধিক বুথে মোতায়েন থাকবে ১৬ জন জওয়ান। স্ট্রং রুমে মোতায়েন থাকবে ১ কোম্পানি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর ৮০ জন জওয়ান। বাহিনী ভাগ করে মোতায়েন সংক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের ফর্মুলা মেনে নিল কমিশন
Tags :
Elections Panchayat Election WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023 Panchayat Election 2023