WB Election 2021: 'দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে, পূর্ণ শক্তি দিয়ে মমতাকে সমর্থন করব', নবান্নে জানালেন তেজস্বী

Continues below advertisement

নবান্নে আরজেডি (RJD) প্রধান তেজস্বী যাদব (Tejaswi Yadav)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করেন তিনি। নির্বাচনী সমঝোতা নিয়ে বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। তিনি বলেন, "বিহারেরও বহু মানুষ বাংলায় থাকেন। 
দেশকে ভেঙে ফেলার শক্তিকে রুখতে হবে। বিজেপিকে রুখতে মমতার পাশে থাকতে হবে। দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে। পূর্ণ শক্তি দিয়ে মমতাকে সমর্থন করব। যেভাবে প্রয়োজন হবে সমর্থন করব। মমতার করোনা মোকাবিলায় ভূমিকা প্রশ্নাতীত।  প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের সময় কেন্দ্রীয় মন্ত্রীরা কাজ ফেলে বাংলায় ঘুরছেন।" বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার আশীর্বাদ রয়েছে তেজস্বীর জন্য। বিহারে ষড়যন্ত্র করে তেজস্বীকে হারানো হয়েছে। আজ নয় তো কাল তেজস্বী ক্ষমতায় আসবে। আমার আশীর্বাদ রয়েছে তেজস্বীর জন্য। ভোটে যে ভাবে দফা ভাগ হয়েছে, তা ঠিক হয়নি। নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষ ভাবে কাজ করা।" অভিযোগ মমতার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram