WB Election 2021: লড়বেন দলনেত্রী, নন্দীগ্রামে কাজ শুরু পূর্ণেন্দু বসু, দোলা সেনদের

Continues below advertisement

তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীতালিকা (Candidate list) প্রকাশের পরেই নন্দীগ্রামে (Nandigram) পৌঁছে গেল প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন পূর্ণেন্দু বসু (Purnenda Basu) এবং দোলা সেন (Dola Sen)। তাঁরা মূলত এলাকায় কী রকম পরিস্থিতি রয়েছে তা দেখতে গিয়েছেন। পূর্ণেন্দু বসু বলেন, ‘মমতা বন্দ্যোপয়াধ্যায়কে (Mamata Banerjee) আবার মুখ্যমন্ত্রী (CM) করতে হবে। তাঁর জন্য যা করা দরকার আমরা করব, অবশ্যই আইনের কাঠামোর মধ্যে দাঁড়িয়ে নির্বাচনী বিধি মেনে।’ নন্দীগ্রামে সম্ভাব্য বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) তিনি প্রসঙ্গে বলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, সেখানে অন্য কাউকেই তাঁরা গুরুত্ব দেন না। দোলা সেন বলেন, ‘বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, আন্দোলনেও ছিলেন, ভোটেও আছেন’।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram