WB Election 2021: বীরভূমে রাজনৈতিক বিবাদের জের, TMC-BJP সংঘর্ষে আহত দু'পক্ষের ৬ সমর্থক
Continues below advertisement
রাজনৈতিক বিবাদের জেরে সংঘর্ষে আহত ৬ ব্যক্তি। সাঁইথিয়া থানাযর কুমোরপুর গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে TMC ও BJP। বিজেপির দাবি, তাদের দুই কর্মীর গায়ে গরম জল ঢেলে দেয় তৃণমূল কর্মীরা। গুরুতর অবস্থায় ওই দুই কর্মীকে বোলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করে বলা হয়, বিজেপির কর্মীরা তাদের চার সমর্থককে বেধড়ক মারধর করেছে। আহত ৪ জনকেও ভর্তি করা হয়েছে বোলপুর হাসপাতালে। বোলপুর হাসপাতলের সুপার জানিয়েছেন, ৬ জনের অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্ত শুরু করছে সাঁইথিয়া থানার পুলিশ।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Birbhum Mamata Banerjee Santhia Political Dispute