WB Election Results: ভোটে ভাল ফল করে উচ্ছ্বসিত তৃণমূল বিধায়করা, বুধবার সকালে রাজভবনে শপথগ্রহণ মমতার
রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘মুখ্যমন্ত্রী পদে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছি। পাশাপাশি, বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব সামলানোর আবেদন করেছেন,’ ট্যুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ৫ তারিখ সকাল পৌনে এগারোটায় রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড আবহে হাতেগোনা কয়েকজন দর্শক সেখানে থাকবেন বলেও জানিয়েছেন রাজ্যপাল।
তৃণমূলের প্রার্থীতালিকায় এবার ছিল নবীন-প্রবীণের মেলবন্ধন। ভোটে ভাল ফল করায় তাঁরা সকলেই উচ্ছ্বসিত। সোমবার নব নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন অনেকে।
উদ্বেগ বাড়াচ্ছ বাংলার কোভিড সংক্রমণের হার। রাজ্যজুড়ে দেখা যাচ্ছে ভ্যাকসিন সংকট। বিভিন্ন সরকারি হাসপাতালে বন্ধ রয়েছে প্রথম ডোজ। শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। সূত্রের খবর, সরকারি হাসপাতালগুলিতে যা ভ্যাকসিন রয়েছে তাতে আর ২ দিন চলবে টিকাকরণ। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলিতে আপাতত বন্ধ রয়েছে টিকাকরণ। এনআরএস ও সল্টলেক আমরি হাসপাতালে টিকা নিতে এসে ফিরে যাচ্ছেন রোগীরা। মানুষের মনে তৈরি হচ্ছে ক্ষোভ। স্বাস্থ্যকর্মীদের দ্বিতীয় ডোজ দেওয়ার পর শুরু করা হবে প্রথম ডোজ দেওয়া। এমনই নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।
গরু পাচারকাণ্ডে আজ সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের। আজই শেষ হচ্ছে বিনয় মিশ্রের আইনি রক্ষাকবচের মেয়াদ। কিন্তু হাজিরা না দিয়ে সিবিআই দফতরে ই-মেল পাঠালেন তাঁর আইনজীবী। সেখানে বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শ মেনে বিনয় মিশ্র করোনা আবহে বাড়ি থেকে বের হতে পারছেন না। তিনি আইসোলেশনে রয়েছেন। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয়েছে। কিন্তু সিবিআই-এর তরফে পাল্টা ই-মেল করে জানিয়ে দেওয়া হয়েছে যে, সিবিআই দফতরেই তাঁকে হাজিরা দিতে হবে। হাইকোর্ট তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। তাই ভিডিও কনফারেন্সে জিজ্ঞাসাবাদ করা হবে না।