West Benagla Assembly Election 2021: ছক কষেই Jakir Hossain-এর উপর হামলা, অনুমান তদন্তকারীদের

Continues below advertisement

এর আগেও ফেসবুক লাইভের ভিডিও থেকে গোয়েন্দারা দেখেছেন ট্রেন ধরার জন্য একই জায়গা থেকে নামতেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। আর তারপর প্লাটফর্মের একই জায়গা দিয়ে ট্রেনে উঠতেন। আগে একাধিকবার রেকি করেছিল হামলাকারীরা। তারপর ব্যাগে বিস্ফোরক এমনভাবে রাখা হয়েছিল যাতে মন্ত্রী যাওয়ার সময় কারও না কারও পায়ে ব্যাগটি লাগে এবং ফেটে যায়। অর্থাৎ গোয়েন্দাদের অনুমান, পরিকল্পনা মাফিক বিস্ফোরণ ঘটানো হয়। এমনকী অন্ধকারের সুযোগ নিয়ে মন্ত্রী যাওয়ার আগে একদম শেষ মূহুর্তে এই জায়গায় বিস্ফোরক ভর্তি ব্যাগ রেখে যাওয়া হয়ে থাকতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram