West Bengal Assembly Election 2021: 'আবার আন্দোলন করব, যতদিন প্রাণ আছে আন্দোলনই করব', BJP-তে যোগদানের পর মন্তব্য পাপিয়া অধিকারীর

বিজেপিতে যোগ দিলেন টালিগঞ্জের একঝাঁক অভিনেতা এবং অভিনেত্রী। যোগ দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস এবং শর্মিলা ভট্টাচার্য। সূত্রের খবর, পরে বিজেপিতে (BJP) যোগ দেবেন অভিনেতা হীরণ চট্টোপাধ্যায়। যোগদানের পর অভিনেত্রী পাপিয়া অধিকারী (Papiya Adhikari) বলেন, "আবার আন্দোলন করব। যতদিন প্রাণ আছে আন্দোলনই করব। সোনার বাংলা গড়ার জন্য। আন্দোলন থামবে না। প্রতিপক্ষ অবশ্যই তৃণমূল (TMC)। এই দলকে গদিচ্যুত করতে বাম-কংগ্রেস পারবে না। কমরেডরা শুনে রাখো, এই ভয়ঙ্কর একটা সিস্টেমের সঙ্গে লড়াই করার জন্য বড় একটা দল দরকার। আমার মনে হয়েছে বিজেপি সেই দল।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola