West Bengal Assembly Election 2021: টুম্পা সোনা প্যারডি নিয়ে ভিডিও ভাইরাল, বামেদের কটাক্ষ তৃণমূল-বিজেপির
টুম্পা সোনা প্যারডি নিয়ে ভিডিও ভাইরাল। যে ভিডিওয় আগামী ২৮ ফেব্রুয়ারি বামেদের বিগ্রেড সমাবেশে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ভিডিওকে ভোটের উত্তাপ্তের মধ্যে হাল্কা মজা হিসেবে দেখছেন সিপিএম নেতারা। যদিও ভিডিও নিয়ে বামেদের কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।
এবার ভাইরাল ভিডিওয় আগামী ২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার ডাক। যে সমাবেশে বামেদের সঙ্গে রয়েছে কংগ্রেসও। এ নিয়ে ট্যুইট করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সুজন চক্রবর্তী, অমল হালদাররা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এই প্যারডি। সিপিএম সূত্রে খবর, দলের ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত দুই যুব কর্মী তৈরি করেছেন টুম্পা, তোকে নিয়ে ব্রিগেড যাব, প্যারডি। তারপর তা দ্রুত ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সিপিএম নীতিবাগীশ, এই অভিযোগ আগে উঠলেও এখন সময় বদলেছে। এই পরিস্থিতিতে টুম্পা সোনা প্যারডিকে স্বাগতই জানাচ্ছে সিপিএম। প্যারডির ছত্রে ছত্রে রয়েছে রাজ্যে আর্থিক দুর্নীতির, কর্মসংস্থানের অভাব, বিজেপি-তৃণমূলের আঁতাঁতের অভিযোগ। তা নিয়ে একসঙ্গে খোঁচা দেওয়া হয়েছে মোদি-মমতাকে। এই ভাইরাল ভিডিও নিয়ে বামেদের কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি। সিপিএম সূত্রে খবর, ভোটের উত্তপ্ত বাজারে যেভাবে সোশাল মিডিয়ায় সাম্রাজ্য বিস্তার করেছে টুম্পা সোনা, তাতে এরকম আরও ২টি প্যারডি সোশাল মিডিয়ায় আনার চিন্তাভাবনা হচ্ছে।