West Bengal Assembly Election 2021: বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী মোর্তাজা হোসেন এবার TMC প্রার্থী, আমডাঙায় কর্মী অসন্তোষ
গতকাল পথ অবরোধের পর আজ বিক্ষুদ্ধ বিদায়ী বিধায়কের নেতৃত্বে জনপ্রতিনিধিদের বৈঠক। এর পাশাপাশি, নিজেকে তৃণমূল প্রার্থী বলে দাবি করে দেওয়াল লিখন। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই তৃণমূল কর্মী ও নেতাদের ক্ষোভ-বিক্ষোভে আমডাঙায় চড়ছে রাজনীতির পারদ।
এদিন আমডাঙায় তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে না নামার সিদ্ধান্ত নেন বিদায়ী বিধায়ক-সহ দলের স্থানীয় নেতৃত্ব। আমডাঙার গত ২ বারের বিধায়ক রফিকুর রহমানের পরিবর্তে তৃণমূল এবার প্রার্থী করেছে বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী মোর্তাজা হোসেনকে। বহিরাগত প্রার্থীকে মানতে নারাজ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। দলের সিদ্ধান্ত সকলকে মানতে হবে, প্রতিক্রিয়া তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের। এর পাশাপাশি, তৃণমূল প্রার্থী বলে দাবি করে আমডাঙায় দেওয়াল লিখন শুরু করেন পঞ্চায়েত সমিতির পরিষদীয় দলনেতা ও প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ মোস্তাক আহমেদ মণ্ডল। তাঁর দাবি, প্রশান্ত কিশোরের সংস্থার তরফে তাঁর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, ওই ব্যক্তিকে তিনি চেনেন না।