West Bengal Assemly Election 2021: নদিয়ার রানাঘাটে BJP ও CPIM-এ ভাঙন
নদিয়ার রানাঘাটে বিজেপি ও সিপিএমে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত সদস্যা ও স্থানীয় বর্ষীয়ান সিপিএম নেতা। মোট ২৫০ জন দলবদল করেছেন বলে দাবি তৃণমূলের। মানতে নারাজ বিজেপি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গত শনিবার নদিয়ার শ্রীচৈতন্য ধাম নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যেই রাণাঘাটের গেরুয়া শিবিরে ভাঙন ধরালো রাজ্যের শাসকদল।
পাশাপাশি ফাটল ধরেছে সিপিএম (CPIM)-এও। কিন্তু দলবদলকারীদের সংখ্যাটা ঠিক কত? তা নিয়ে শুরু হয়েছে তরজা। শুক্রবার বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দেন মাঝেরগ্রাম পঞ্চায়েতের সদস্যা মণিকা রায়। এছাড়াও ওই মঞ্চে ঘাস-ফুল পতাকা তুলে নেন স্থানীয় বর্ষীয়ান সিপিএম নেতা সুশান্ত মণ্ডল। তৃণমূলের দাবি, বিজেপির দেড়শ ও সিপিএমের ১০০ জন কর্মী দল বদল করেছেন। যদিও তৃণমূল দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি। দলবদল নিয়ে জবাব দিয়েছে সিপিএমও।
২০১৯-এর লোকসভা ভোটে রানাঘাট আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। গত মাসে দিল্লিতে বিজেপির সদর দফতরে, কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। কিন্তু সেই যোগদানের পর অরিন্দম ভট্টাচার্যকে (Arindam Bhattacharya) নিয়ে বিজেপির অন্দরেই অসন্তোষ তৈরি হয়। শান্তিপুরে বিধায়কের খাসতালুকেই ক্ষোভপ্রকাশ করে বিজেপির একাংশ। এবার রানাঘাটে ফাটল দেখা দিল পদ্ম শিবিরে।
বিধানসভা ভোটের মুখে তা কি অস্বস্তি বাড়াবে বিজেপির? উত্তর মিলবে ভবিষ্যতে।