Mamata challanges Amit: ' মমতাদির মতো রাজনীতি এই চেহারায় হবে না’ অমিতকে শরীর নিয়ে কটাক্ষ

Continues below advertisement

আর ক‘দিন পরেই রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। সেই সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক তাল ঠোকাঠুকি! পরস্পরকে আক্রমণ করতে গিয়ে, মাঝেমধ্যেই নেতা-নেত্রীরা সব সীমা ছাড়িয়ে যাচ্ছেন। তুই-তোকারি, ক্যাবলা, রাম ছাগল, চিটিংবাজ। এবার....তার সঙ্গে নাদুস-নুদুস, ভোঁদর সর্দার...যুক্ত হল। বাদ যাচ্ছে না কোনওকিছুই। বৃহস্পতিবার নামখানায় জনসভা করেন অমিত শাহ (Amit Shah)। ওইদিনই পৈলানে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। সেখান থেকেই অমিত শাহের শরীর নিয়ে কটাক্ষ করেন তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram