By Election 2024 : ভাঙড়ে অশান্তি, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন, অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
ABP Ananda Live : এবার ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন । আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের ১৪১ বুথের কৃষ্ণমাটি এলাকার পার্টি অফিসে থাকা সমস্ত সাগ্রী পুড়ে গিয়েছে। অভিযোগ ভিত্তিহীন, ঘটনার সঙ্গে তাঁদের যোগ নেই, দাবি আইএসএফের।
হাড়োয়া বিধানসভাকেন্দ্রে তুমুল গণ্ডগোল, বিজেপি প্রার্থীদের সঙ্গে তৃণমূলের এজেন্টদের বচসা। দেগঙ্গার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষাল আবাদ এলাকায় ১৪৬ ও ১৪৭ নম্বর বুথে ISF এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ISF-এর অভিযোগ, ভোট শুরুর আগে তাদের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় তৃণমূল কর্মীরা। এমনকী, বিরোধীদলের কোনও এজেন্টকেই বুথে বসতে দেখা যায়নি। আজ ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন হবে। এরমধ্য়ে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারের মাদারিহাটেও ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই মোতায়েন রয়েছে।