West Bengal By-election: নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল, ৭ বিধানসভা আসনে দ্রুত ভোটের দাবি

Continues below advertisement

ছ’মাসের মধ্যে উপনির্বাচন (By-election) না হলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অমিত মিত্রর (Amit Mitra) ভবিষ্যত কী? সংবিধান অনুযায়ী, ভোটে না জিতে মন্ত্রী হলে, নির্বাচিত হয়ে আসার জন্য ছ’মাস সময় পাওয়া যায়। কিন্তু, তারপর কি আর এই পদে থাকা সম্ভব? অতীতে এরকম ঘটনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের (Supreme Court) কি নির্দেশ রয়েছে? সংবিধানের (Constitution) ১৬৪ নম্বর ধারার চার নম্বর উপধারায় স্পষ্ট বলা আছে, সংশ্লিষ্ট ব্যক্তি ছ’মাসের মধ্যে আইনসভা থেকে নির্বাচিত হয়ে না এলে, তিনি মন্ত্রী থাকতে পারেন না। ভোটারদের আস্থা অর্জন না করতে পারলে, কয়েকদিন পর মন্ত্রী (Minister) পদে সেই ব্যক্তির পুনর্নিয়োগের অনুমতি আমরা দিতে পারি না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram