West Bengal Election 2021: ব্রিগেড সমাবেশে সাড়ে ৭ লক্ষ মানুষ যোগ দেবেন, দাবি বিমান বসুর

Continues below advertisement

আগামিকাল বাম-কংগ্রেস জোটের ব্রিগেড সমাবেশ। যোগ দিচ্ছে আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টও। ভোটের মুখে এই ব্রিগেড থেকেই নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই বামেদের বিভিন্ন লোকাল কমিটির তরফে খাবারের প্যাকেট পাঠানো শুরু হয়েছে। প্যাকেটে থাকছে রুটি-আলুভাজা ও মিষ্টি। আজ দুপুরের পর দূর-দূরান্তের জেলা থেকে আসতে শুরু করেছেন বাম ও কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ব্রিগেডে মঞ্চ প্রস্তুত। মাঠেই দুটি শিবির তৈরি করা হয়েছে। রাতে সেখানেই কর্মী-সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। 
২০১৯-এর ৩ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশে উপস্থিত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে মঞ্চে নয়, অসুস্থতার কারণে গাড়িতেই বসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার করোনা পরিস্থিতিতে তাঁর শারীরিক অবস্থার কথা ভেবে সমাবেশে উপস্থিত থাকার অনুমতি দিতে নারাজ চিকিৎসকরা। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা প্রচার করা যায় কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram