West Bengal Election 2021: 'পশ্চিমবঙ্গকে বিপদ থেকে রক্ষা করুন', প্রেস বিবৃতির পর এবার অডিও বার্তা Buddhadeb Bhattacharya-র

Continues below advertisement

সশরীরে না থাকলেও, যুদ্ধে তিনি আছেন। সেই বার্তা দিয়ে, সিপিএম-কংগ্রেস-আইএসএফ জোটকে চাঙ্গা করতে, এবার অডিও বার্তা প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাঁফ ধরা গলায় অসুস্থতার ছাপ স্পষ্ট। কিন্তু, তিন মিনিট একচল্লিশ সেকেন্ডের বার্তায় তার থেকেও স্পষ্ট যে, শিল্পায়নের একদা উদ্যোক্তার চিন্তাভাবনা এবং অবস্থান আজও বদলায়নি। গত বিধানসভা ভোটের আগে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে যে সওয়াল তিনি করেছিলেন, একুশের ভোটের আগে তা-ই ফিরে এসেছে তাঁর গলায়। 
। একুশে বাম-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)। সশরীরে ময়দানে নামতে না পারলেও, মঙ্গলবার অডিও বার্তা দিয়ে সেই জোটের পক্ষে সওয়াল করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। তিনি বললেন, "আমার আবেদন সকলের কাছে, পশ্চিমবঙ্গকে বিপদ থেকে রক্ষা করুন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করে পশ্চিমবঙ্গে নতুন ইতিহাস তৈরি করুন।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram