West Bengal Election 2021: 'ইলেকশন কমিশন খুনি' কাজল সিনহার মৃত্যুতে ডেরেকের তোপ, 'আরও অনেক লোক মারা গেছে', পাল্টা অর্জুন

Continues below advertisement

কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ করোনায় মৃত প্রার্থীর স্ত্রীর। উপ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ কাজল সিনহার পরিবারের। খড়দা থানায় সুদীপ জৈনের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রার্থীর স্ত্রীর। ২৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে খড়দার তৃণমূল প্রার্থীর মৃত্যু হয়। এব্যাপারে এখনও পর্যন্ত কমিশনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এই নিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, "নির্বাচন কমিশন খুনী, হত্যাকারী, অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়ে কাজ করছে বাংলায়। আইন আইনের পথে চলবে। আমি আশা করব তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা পুরো বিজেপির (BJP) কমিশন।" অন্যদিকে বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh) বলেন, "যে কোনও মৃত্যুর জন্য আমি দুঃখিত। শুধু কাজল সিনহা নন, আরও অনেক লোক মারা গেছেন। বাংলার বাইরেও অনেক লোক মারা গেছেন। কেস করেছেন, করতেই পারেন। কিন্তু আমি তাঁর সঙ্গে একমত হতে পারলাম না। এরকম ভারতের অনেকেই মারা গেছেন যেখানে নির্বাচন হয়েছে। কাজল সিন্হার মৃত্যু নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram