West Bengal Election 2021: যে সব কলাকুশলীরা TMC-এর পতাকা নিয়ে স্বরূপ বিশ্বাসের সঙ্গে হেঁটেছেন, তাঁরাই পদ্ম ফুলে ভোট দেবেন', দাবি Babul Supriyo-র

Continues below advertisement

আজ টালিগঞ্জে প্রচার করেন বিজেপি (BJP) প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তিনি বলেন, "স্বরূপ বিশ্বাস যে আমায় ক্ষমা চাইতে বলছেন এটা একটা কমেডি শো-এর মতো। ওঁনারা সারা বছর সন্ত্রাস করেন। ভোটের সময় আমাদের ভয়ে কমেডি শো করছেন। কলা-কুশলীদের ধমকে-চমকে রাস্তায় বের করেছেন। যাঁরা ওঁনাদের সঙ্গে হেঁটেছেন তাঁরাই আগে তৃণমূলের পতাকা নিয়ে পদ্মফুলে ভোট দেবেন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram