West Bengal Election 2021: শক্তি চট্টোপাধ্যায়ের অনুরাগী, ভোটযুদ্ধে শমীক ভট্টাচার্যের ‘শক্তি’ পাওয়ার মিল

Continues below advertisement

পছন্দ শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) এবার রাজারহাট গোপালপুর কেন্দ্রে প্রার্থী। দুপুরের খাবার সাধারণত বাইরে প্রচারের ফাঁকে কোনও দলীয় কর্মীর বাড়িতে। সেই খাবারই তাঁর পাওয়ার মিল। বিধানসভায় গিয়েছেন একবারই। ২০১৪-র উপনির্বাচনে জয়ী হয়ে। কিন্তু, ২০১৬ কিংবা ২০১৯-এর লড়াইয়ে জয় অধরা। তা বলে ময়দান ছাড়ার পাত্র নন শক্তি চট্টোপাধ্যায়ের অনুরাগী শমীক। ভোটযুদ্ধে, তাঁর ‘শক্তি’ তাঁর পাওয়ার মিল। এবার রাজারহাট-গোপালপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপির মুখপাত্র একটুও সময় নষ্ট করতে চান না। বেশিরভাগ দিন, সকালে না খেয়েই বেরোচ্ছেন বাড়ি থেকে। প্রচারের ফাঁকে সেরে নিচ্ছেন ব্রেকফাস্ট। দুপুরে পাত পড়ছে দলেরই কোনও কর্মীর বাড়িতে। মেনুতে ছিল ভাত, ডাল, মাছ আর মুরগির মাংস। এমনিতে শমীক মুরগির মাংস খান না। তবে সতীর্থের অনুরোধে চেখে দেখলেন। পুষ্টিবিদদের মতে, ভাত প্রধানত শর্করার প্রয়োজন মেটায়। শরীরে প্রোটিনের জোগান দেয় ডাল। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছে থাকে ভিটামিন -এ এবং অনেকটা ক্যালসিয়াম। প্রচারের ধকল সামলাতে জল একটু বেশিই খান। রাতে বাড়ি ফিরে হাল্কা খাবার। সাধারণত রুটি তরকারি। এই পাওয়ার মিলে ভর করেই ভোটের ট্রেডমিলে দৌড়চ্ছেন শমীক। রোড টু বিধানসভা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram