West Bengal Election 2021: জেনে নিন ডেবরার তৃণমূল প্রার্থী, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের আয়-ব্যয়ের হিসেব
Continues below advertisement
চলতি মাসেই বিধানসভা ভোট। দ্বিতীয় দফায় ৩০টি আসনের মধ্যে ভোটগ্রহণ হবে পশ্চিম মেদিনীপুরের ডেবরাতেও। বিজেপি প্রার্থী ভারতী ঘোষ, তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর ও সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী প্রাণকৃষ্ণ মণ্ডল। এই আসনে দুই আইপিএসের মধ্যেই লড়াই। ভোট মানেই রাজনীতির হিসেব নিকেশ। ভোট মানেই ভোট ব্যাঙ্কের যোগ বিয়োগ। আর ভোট মানেই আয় ব্যয়ের খতিয়ান। নির্বাচনের আগে সব প্রার্থীকেই আয়-ব্যয়ের হিসাব দিতে হয় নির্বাচন কমিশনকে। দেখুন ডেবরা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুমায়ুন কবীরের (Humayun Kabir) সম্পত্তির খতিয়ান।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda CPM WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Bharati Ghosh Mamata Banerjee Humayun Kabir Debra Assembly Constituency Humayun Kabir Property Ledger