West Bengal Election 2021: মমতার বিরুদ্ধে মনোনয়নে ‘তথ্যগোপন’-র অভিযোগ শুভেন্দুর!
তৃণমূল নেত্রীর (Mamata Banerjee) নির্বাচনী হলফনামায় ৬টি মামলার কথা উল্লেখ করা হয়নি। তথ্য চাপা চেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়া উচিত কমিশনের, অভিযোগ জানিয়ে কমিশনকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী নির্বাচনী এজেন্ট (Suvendu Adhikari electoral agent )। ভয় পেয়েছে বিজেপি (BJP), মনোনয়ন তরজায় পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। বিধানসভা নির্বাচন ২৯৪টি আসনে। এপিসেন্টার নন্দীগ্রাম (Nandigram)। সেখানকার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মনোনয়ন পত্রে জানান, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা (Criminal Case) নেই। কিন্তু শুভেন্দু অধিকারী নির্বাচনী এজেন্টের দাবি, মমতার বিরুদ্ধে ৬টি ফৌজদারি মামলা রয়েছে। তবে বেলা গড়াতেই বিতর্ক অন্য দিকে মোড় নেয়! শুভেন্দু শিবিরের অভিযোগপত্রের, ৬ নম্বরে সিবিআইয়ের একটি মামলার কথা উল্লেখ করা হয়। কিন্তু, সিবিআই সূত্রের দাবি, যে মামলার কথা বলা হয়েছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত নন। ২০০৮ সালে আসানসোলে এক কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে বেনামী সম্পত্তি সংক্রান্ত মামলা হয়। সেই মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর স্ত্রী-র নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তাঁর নাম তোলা হয় চার্জশিটে।