West Bengal Election 2021: দুপুরে প্রচার, বিকেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ-চেকআপ, মোদির সভায় থাকছেন না মমতা

Continues below advertisement

আজ গোপীবল্লভপুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে সভা শেষ করে লালগড়েও একটি সভা করবেন তিনি। সেখান থেকে কলকাতা ফিরে যাবেন তৃণমূল-সুপ্রিমো। এদিন বিকেল ৫টায় দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা। পাশাপাশি তাঁর আঘাত লাগা পায়ের চেকআপও রয়েছে আজই। পূর্বনির্ধারিত এই কর্মসূচির জন্য প্রধানমন্ত্রীর করোনা সংক্রান্ত বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে জানা গিয়েছে। জঙ্গলমহলে গত ৩ দিনের মতো আজও সভা করবেন মমতা। লোকসভা ভোটে জঙ্গলমহলের বিপুল সমর্থন পেয়েছিল BJP। তাই বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের মানুষের মন জয় করতে মরিয়া তৃণমূল কংগ্রেস (TMC)। মমতার দাবি, লোকসভা নির্বাচনে ১৮জন সাংসদ পেয়েছে বিজেপি (BJP)। কিন্তু তাঁরা কোনও কাজ করেননি, মানুষকে ভুল বুঝিয়ে ভোটে জিতেছিলেন। তাই এবার জঙ্গলমহলকে ভোটের হাতিয়ার করতে চাইছেন মমতা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram