West Bengal Election 2021: হাইপ্রোফাইল কেন্দ্র নন্দীগ্রামে শুরু সেনাবাহিনীর রুটমার্চ
Continues below advertisement
রাজ্যের ২৯৪টি কেন্দ্রের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম। সেখান থেকে লড়বেন তৃণমূল ও বিজেপির দুই হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সারাদিনব্যাপী কর্মসূচি রয়েছে সেখানে। তার আগে আজ নন্দীগ্রামে ১ নং ব্লকের বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় চলছে সেনাবাহিনীর টহল। শুরু হয়েছে রুট মার্চ। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুরু এই রুট মার্চ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
Continues below advertisement
Tags :
Suvendu Adhikari Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Nandigram CM Mamata Banerjee Central Force Haldia Route March Mamata Banerjee Nandigram Shiv Temple TMC