West Bengal Election 2021: গত পাঁচ বছরে মমতা কতবার নন্দীগ্রামে গিয়েছেন? প্রশ্ন তুললেন রাজু

Continues below advertisement

বহিরাগত তত্ত্বে সরব প্রায় সমস্ত রাজনৈতিক দল। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘বহিরাগত’ এবং নিজেকে ‘ভূমিপুত্র’ বলেছেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee) বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হার স্বীকার করে নিয়েছেন। তিনি নন্দীগ্রামের মেয়ে সাজার চেষ্টা করছেন। কিন্তু গত পাঁচ বছরে তিনি কতবার নন্দীগ্রামে গিয়েছেন? নন্দীগ্রামে ধর্মের খেলা শুরু করেছেন। ১০ বছরেও নন্দীগ্রাম কাণ্ডের তদন্তের রিপোর্ট পাওয়া যায়নি।’ অন্যদিকে অধ্যাপক দেবনারায়ণ সরকার বলেন, ‘মুখ্যমন্ত্রী সাহস করে এক জায়গায় দাঁড়িয়েছেন, প্রধানমন্ত্রীর মতো দুই জায়গায় দাঁড়াননি। বাইরে থেকে এলেই বহিরাগত হয় না, বিজেপি বাংলাকে অপমান করছে, মহাপুরুষদের অপমান করছে, তাই তারা বহিরাগত’। সিপিএম নেতা চয়ন ভট্টাচার্য বলেন, ‘নিজের এলাকা ছেড়ে নন্দীগ্রামে দাঁড়িয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলা যায় না। তিনি রাজ্যের যেখানে খুশি দাঁড়াতে পারেন’। অপরদিকে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলেন, ‘পশ্চিমবঙ্গের রাজনীতিতে বহিরাগত শব্দটি ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ই এই শব্দটি প্রথম ব্যবহার করেন। এখন সেটাই তাঁর দিকে ঘুরে আসছে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram