West Bengal Election 2021: 'বুথের কাছে BJP-র পতাকা লাগানো গাড়ি', শীতলকুচির ঘটনায় রিপোর্ট তলব কমিশনের
Continues below advertisement
কোচবিহারের শীতলকুচিতে পুনর্নির্বাচন শুরু হয়েছে। কিন্তু পুনর্নির্বাচনের দিনও উত্তেজনা ছড়িয়েছে সকাল থেকে। তৃণমূল নেতার সঙ্গে পুলিশের তীব্র বচসা হয় সকালে। আইসি-কে (IC) আঙুল উঁচিয়ে হুমকি দিতে দেখা যায় ওই তৃণমূল (TMC) নেতাকে। বুথের কাছে বিজেপির পতাকা লাগানো গাড়ি ছিল বলে অভিযোগ। "নির্বাচন কমিশনের দালালি করছেন আইসি। বিজেপির কথায় চলছে কমিশন।" অভিযোগ করেন ওই তৃণমূল প্রার্থী। তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি (BJP)। বিধিভঙ্গের অভিযোগে বিজেপি প্রার্থী বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শীতলকুচির ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে। রিপোর্ট তলব করেছে কমিশন। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, বুথের ১০০ মিটারে মধ্যে ছিল বিজেপি প্রার্থীর গাড়ি।
Continues below advertisement
Tags :
Suvendu Adhikari Mamata Banerjee WB Election 2021 BJP West Bengal Assembly Election 2021 Congress ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Mamata Banerjee West Bengal Election 2021 Voting WB Election 2021 Voting LIVE Bengal Election 2021 Voting News Bengal Election 2021 Voting Percentage WB Election 2021 Voting Photos Sitalkuchi Left Front Congress ISF WB Election 2021 Eighth Phase Voting Bangla News West Bengal Election 2021