West Bengal Election 2021: নানুরের TMC নেতার মন্তব্যে বিতর্কের ঝড়, 'দল সমর্থন করে না', দাবি তৃণমূলের, কটাক্ষ BJP-র

Continues below advertisement

নানুরের (Nanur) বাসাপাড়ায় বিজেপির (BJP) মিছিলের পাল্টা মিছিল তৃণমূলের (TMC)। '৩০ শতাংশ মুসলিম ইচ্ছে করলে ভারতে চারটে পাকিস্তান বানাতে পারে। ফিরিয়ে আনতে পারে সূচপুর গণহত্যার স্মৃতি', বুধবার নানুরের মিছিল থেকে হুমকি দিলেন স্থানীয় তৃণমূল নেতা শেখ আলম (Sheikh Alam)। তৃণমূলের তরফে জানানো হয়েছে, দল এই ধরণের বক্তব্যকে সমর্থন করে না। ভুলবশত মুখ ফসকে বেরিয়ে গেছে। অন্যদিকে বিজেপির তরফে মন্তব্য, যারা ভারতে পাকিস্তান বানাবে বলছে, ৩রা মে তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে। ‘তৃণমূল নেত্রী কী সমর্থন করছেন? এই বাংলাই কি আমরা চাই?’, ট্যুইট করে কটাক্ষ অমিত মালব্যের (Amit Malabya)। অন্যদিকে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেন, ‘আলম শেখ আমাদের দলের কেউ নন। এই রকম কথা বলা অন্যায়। এসব বলার অধিকার তাঁর নেই।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram