WB Election 2021: উদ্বেগ বাড়াচ্ছে করোনা, হাইকোর্টের নির্দেশের পরই তড়িঘড়ি সর্বদল বৈঠক নির্বাচন কমিশনের

Continues below advertisement

তুঙ্গে প্রচার। তুঙ্গে করোনা। কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কোথাও নরেন্দ্র মোদি (Narendra Modi)। কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তো কোথাও অমিত শাহ (Amit Shah), জে পি নাড্ডা (JP Nadda) কিংবা অধীর চৌধুরী (Adhir Chowdhury), সূর্যকান্ত মিশ্র। সভা থেকে রোড শো। প্রচারের ঝড় উঠছে। অন্যদিকে করোনার সুনামিও আছড়ে পড়ছে। নেতা-নেত্রীরা দাবি করছেন, তাঁদের দলই ২০০-র বেশি আসন জিতবে। আবার করোনা পরিসংখ্যান বলছে, পরিস্থিতি এখন এতটাই ভয়ঙ্কর যে একদিনে এখন ভারতে আক্রান্তের সংখ্যা দুই লক্ষের কাছাকাছি। ২৪ ঘণ্টায় মৃ্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। গোটা দেশের মতো বাংলার পরিস্থিতিও দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে। মঙ্গলবার এক জনস্বার্থ মামলার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে করোনা বিধি যাতে কঠোরভাবে মানা হয় তার জন্য পদক্ষেপ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তার ২৪ ঘণ্টার মধ্যে এবার সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন। এছাড়াও কমিশন সূত্রে খবর, জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদেরও তৃণমূল স্তর পর্যন্ত প্রচারের সময় কোভিড প্রোটোকল মানা হচ্ছে কি না তা দেখতে বলা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram