West Bengal Election 2021: মোদিজি জনপ্রিয় হয়ে যাবেন ভয়েই বাংলায় নয় আয়ুষ্মান ভারত', অভিযোগ অমিত শাহের

Continues below advertisement

মেচেদায় বিজেপির (BJP) নির্বাচনী সভা করছেন অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, ‘এই জায়গায় ফুল, ফল, সবজির চাষ হয়। তাই আমরা এখানে কোল্ড স্টোরেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছি। সারা দেশে প্রত্যেক গরিবকে আয়ুষ্মান ভারতের অধীনে ৫ লক্ষ টাকার বিমা দেওয়া হয়েছে। সব রকম রোগের চিকিৎসায় প্রতি বছর ৫ লক্ষ টাকার সাহায্য দেওয়া হয়। কিন্তু বাংলার মানুষদের এই সুবিধা মমতা দিদি পেতে দেন না। মমতা (Mamata Banerjee) ভয় পান, মোদিজি জনপ্রিয় হয়ে যাবেন। কিন্তু দিদি শুনে রাখুন, ২ রা মে আপনার বিদায় নিশ্চিত। তারপর বাংলার মানুষের ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ নরেন্দ্র মোদির সরকার বহন করবে। দিদির কাছে ৫০০ টাকা খুব কম মনে হতে পারে, কিন্তু গরিবের জন্য তা অনেক বেশি। আমফান, বুলবুল দুর্যোগের সময় যারা মানুষের টাকা লুঠ করেছে, তৃণমূলের সেই গুণ্ডাদের আমরা জেলে পাঠাবো।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram