West Bengal Election 2021: কাল দ্বিতীয় দফার ভোট, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে চন্দ্রকোণা-ঘাটাল-দাসপুর

Continues below advertisement

কাল দ্বিতীয় দফায় পশ্চিম মেদিনীপুরের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ। নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ডেবরা। সেখানে মুখোমুখি দুই প্রাক্তন আইপিএস। তৃণমূলের হুমায়ুন কবীর বনাম বিজেপির ভারতী ঘোষ। ভোট হবে কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, খড়গপুর সদর, ডেবরা, পিংলা, সবং ও নারায়ণগড়ে।

পশ্চিম মেদিনীপুরের ৯টি কেন্দ্রে মোট প্রার্থী ৪১ জন। ভোটার সংখ্যা ২৩ লক্ষ ৪৮ হাজার ৭২৪। মোট বুথ ৩ হাজার ৩০৯টি। নিরাপত্তায় মোট ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ডেবরা। সেখানে মুখোমুখি দুই প্রাক্তন আইপিএস। তৃণমূলের হুমায়ুন কবীর বনাম বিজেপির ভারতী ঘোষ। প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী, পার্টির হোলটাইমার প্রাণকৃষ্ণ মণ্ডল।

এই দফায় পশ্চিম মেদিনীপুরের রেলনগরী খড়গপুর সদরে বিজেপির তারকা প্রার্থী, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, বিদায়ী বিধায়ক, তৃণমূলের প্রদীপ সরকার ও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রীতা শর্মার প্রেস্টিজ ফাইট। লোকসভা ভোটে পরাজয়ের পর এবার সবংয়ের গড় ধরে রাখার চ্যালেঞ্জ মানস ভুঁইয়ার কাছে। তাঁর প্রতিদ্বন্দ্বী একদা দুই সহযোদ্ধা, বিজেপির অমূল্য মাইতি ও কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক। ভোটের উত্তাপ কেশপুরেও। তৃণমূলের বিদায়ী বিধায়ক শিউলি সাহাকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি বিজেপির প্রীতীশরঞ্জন কোনার ও সিপিএমের রামেশ্বর দলুই। ভোট ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

আগামীকাল ভোট রয়েছে পশ্চিম মেদিনীপুরে। তার আগের দিন ঘাটাল বিধানসভার দাশপুরের রাজনগর গ্রামে রাস্তার ধার থেকে ২টো তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram