West Bengal Election 2021: মঙ্গলকোটে তৃণমূলের জনসভায় 'খেলা হবে' গান, 'ভাটপাড়ায় আজ থেকেই খেলা শুরু হয়ে গেল', মদন মিত্র

Continues below advertisement

আবারও কুমড়ো হাতে অন্য ভূমিকায় মদন মিত্র। কাঁকিনাড়ায় কুমড়ো হাতে নাচলেন মদন মিত্র (Madan Mitra)। তখনই অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গলায় শোনা গেল 'খেলা হবে'  (Kehla Hobe) স্লোগান। মঙ্গলকোটে জনসভায় স্লোগান নিয়ে হল গান। মঞ্চে বসে তাল দিলেন অনুব্রত। সভা শেষে মদন মিত্র বলেন, 'ভাটপাড়ায় আজ থেকেই খেলা শুরু হয়ে গেল।' উত্তরে বিজেপি নেতা অর্জুন সিংহ বলেন, 'যে খেলা উনি আজ খেলছেন ভাটপাড়ার প্রত্যেক মানুষ জন্ম থেকেই সেই খেলা খেলেন।'

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram